AB Bank
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে প্রগতির কার্যালয়ে আগুনের ঘটনায় পতিত সরকারের দোসরদের জড়িতের অভিযোগ


রূপগঞ্জে প্রগতির কার্যালয়ে আগুনের ঘটনায় পতিত সরকারের দোসরদের জড়িতের অভিযোগ

রূপগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তৈরি করা প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের (পিএবি) কার্যালয় আগুনের ঘটনায় ক্ষতিপূরণ ও সুষ্ঠু তদন্ত করে দোসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ফ্যাসিবাদী বিরোধী জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রূপগঞ্জের মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল, তারাবো শিল্পাঞ্চালে ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপন করতে হবে। প্রগতির আগুনের ঘটনায় পতিত সরকারের স্থানীয় দোসরাই জড়িত। গতকাল ২৯ডিসেম্বর রবিবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসোসিয়েশনের সভাপতি জিজান মোল্লা এ দাবি করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রগতি এসোসিয়েশন বাংলাদেশ পিএবি) সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন, সহ-সভাপতি সজীব মিয়া, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লবী, যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ হোসেন রিয়াদ, নারায়ণগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আলিমুল ইসলাম সিফাত, নাজমুল ইসলাম  প্রমুখ। 

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জিজান মোল্লা আরো বলেন, জননিরাপত্তায় ট্রাফিকের দায়িত্বে, সমাজের অসংহতি নিরুপণে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, চাঁদাবাজ, সন্ত্রাস ও মাদক নির্মূলে শিক্ষার্থীরাই অগ্রণী ভূমিকা রাখছে। সেই সকল শিক্ষার্থীদের গড়া প্রগতি এসোসিয়েশনে অগ্নিসংযোগ কোনভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। 

এছাড়া সংবাদ সম্মেলনে আগুনের ঘটনায় বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে জড়িয়ে রূপগঞ্জের চায়না-বাংলাদেশ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সেলিম প্রধানের দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়। সেলিম প্রধানের দেওয়া বক্তব্যের সঙ্গে প্রগতি এসোসিয়েশনের সদস্যদের কোন সম্পর্ক নেই। 

উল্লেখ্য গত ২৮ডিসেম্বর শনিবার ভোররাতে দুর্বৃত্তরা মুড়াপাড়া ইউনিয়নের মঙ্গলখালী এলাকায় অবস্থিত প্রগতি এসোসিয়েশন বাংলাদেশের (পিএবি) অফিসে আগুন দেয়। আগুনে অফিসের চেয়ার, টেবিল, ডেক্স, কম্পিউটার, সিলিং ফ্যান, প্রয়োজনীয় নথিপত্র ও নগদ ১৫হাজার টাকাসহ তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী সারোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, আগুনের সূত্রপাত খতিয়ে দেখা হচ্ছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!