সম্প্রীতির ঐক্যতানে গাহি সাম্যের গান এই স্লোগানে সকল ধর্মালম্বীদের নিয়ে সম্প্রীতি র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে পীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে থানা চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, ইউ’পি চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাজিউর রহমান রাজা, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রফুল্ল চন্দ্র শীল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোপী কৃষ্ণ রায়, উপজেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেল বিষ্ণুপদ রায়, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, আদিবাসী নেতা কাজেন্দ্র নাথ ঋষি প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :