ফরিদপুরের বোয়ালমারী উপজেলার একটি ব্যতিক্রমী গ্রামের খোঁজ পাওয়া গেছে। যে গ্রামটি একটি বাড়ি নিয়ে গঠিত। গ্রামটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর নামে পরিচিত । সবাই গ্রামটাকে বেষ্টপুর বলে ডাকে। এই গ্রাম নিয়ে মানুষের আগ্রহের যেন শেষ নেই।
সরেজমিন গিয়ে জানা যায়, গ্রামটি রয়েছে কয়েকটি পরিবার নিয়ে গঠিত।পরিবারের ৩১ জন সদস্য নিয়ে কয়েকটি পরিবার। তাদের ব্যবহার এর জন্য বসতঘর, গরুর জন্য রয়েছে গোয়ালঘর,রান্না ঘর,টয়লেট ও নিত্য প্রয়োজন জন্য কিছু জিনিস এছাড়াও বাড়িতে কিছু গাছগাছালি দেখা মিললো।বিষ্ণুপুর গ্রামের গ্রামের দক্ষিণ দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর এবং উত্তরে বোয়ালমারীর টোংরাইল গ্রামের অবস্থান।
খোঁজ নিয়ে আরো জানা যায়, প্রায় ৬৩ শতাংশ জায়গায় বিষ্ণুপুর গ্রামটি অবস্থিত। গ্রামের চারদিকে ফসলি জমি, ও কাদামাটিতে পরিবেষ্টিত থাকে বর্ষা মৌসুমে । খালি পায়ে কাদামাটি ও পানি পেরিয়ে কোনো রকমে ঢুকতে হয় রাস্তাবিহীন ও উন্নয়নবঞ্চিত এই গ্রামে। বছরের ছয় মাস পানি, ছয় মাস ফসলি জমির ভেতর দিয়েই চলাচল করতে হয় গ্রামটির বাসিন্দাদের। বোয়ালমারী উপজেলা সদর থেকে প্রায় ১২-১৫ কিলোমিটার দূরে অবস্থিত রূপাপাত ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামটি।
আনোয়ার বেগম নামে এক বৃদ্ধা জানান, আধুনিক যুগেও আমাদের গ্রাম অবহেলিত বিদ্যুৎ থাকলেও নেই যাতায়াত ব্যবস্থা,স্কুল, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান। সরকারের কাছে দাবি আমাদের চাহিদা গুলো পুরনের জন্য।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :