পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি পৌরসভা পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৭ টায় মোহাম্মদ আলী জিন্নাহ এর সঞ্চালনায় পৌর কৃষক দলের আয়োজনে উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠের সভায় পৌর কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গীর তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (জনতার রফিক)।
এসময় আরও পটুয়াখালী জেলা কৃষক দলের সদস্য সচিব মো. তরিকুল ইসলাম ইভান, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক খানজাহান আলী খান সাগর, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মামুন প্যাদাসহ উপজেলার বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে" এই প্রতিপাদ্যের আলোকে কৃষকদের আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করা হয়।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :