শেরপুরে মিথ্যা সংবাদ প্রকাশ ও জোর পূর্বক স্বীকারোক্তি নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের শমসচূড়া গ্রামের বাসিন্দা বিএনপি কর্মী হাবিবুর রহমান (২৮) ও সাদ্দাম হোসেন (৩০) জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে আমাদের ট্রাকে হামলার ঘটনা ঘটে। এতথ্য জানার পর আমরা দুজন বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নন্নী বাজারে আসি। এসে দেখি আমাদের ভাড়ায় চালিত ট্রাকটিকে ভাংচুর করেছে স্থানীয় শাহিনসহ তার লোকজন। পরে আমরা ট্রাকটিকে ছাড়িয়ে নিতে চাইলে শাহীন তার দলবল নিয়ে আমাদের মারধর শুরু করে। এসময় তারা চিৎকার করতে থাকে যে আমাদের ট্রাকে অবৈধ চোরাচালান ও ভারতীয় কসমেটিকস আছে। পরবর্তীতে আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ভাইয়ের নাম বলতে বলে। ঘটনা খারাপ দেখে আমরা ভয়ে আনন্দ ভাইয়ের নাম বলি। অথচ এই মিথ্যা ভিত্তিহীন ঘটনার সাথে তিনি জড়িত ছিলেন না।
আমাদের মারধর করে শাহীন একপর্যায়ে নালিতাবাড়ী থানায় ফোন করে আমাদের পুলিশে সোপর্দ করে। কিন্তু পুলিশ তদন্ত করে চোরাকারকারির সাথে আমাদের সম্পৃক্ততা না থাকায় ওই রাতেই আমাদেরকে ছেড়ে দেয়।
এই ঘটনার পরদিন একটি চক্র জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ ভাইকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন খবর বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশ করে। যে খবরের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এবিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন- ঘটনার দিন আমাদেরকে ৯৯৯ এ কল দিয়ে জানানো হয় যে নালিতাবাড়ী উপজেলার নন্নী বাজারে ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। কিন্তু পরবর্তীতে চোরাকারবারির সাথে জড়িত থাকা ও তথ্য প্রমান না পাওয়ায় সেদিন রাতেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :