রাতের আঁধারে টাংগাইলে ধনবাড়ী উপজেলার বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ডে, ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু সাঈদ।
রোববার ২৯ ( ডিসেম্বর) রাত ৮-৩০ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় ও সড়কে, বাজার এলাকায় এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন ধনবাড়ী উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও আবু সাঈদ । কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এর হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও ধনবাড়ী পৌর সভার তত্ত্বাবধায়ক সায়েম ইমরান ধনবাড়ী উপজেলার সমাজ সেবা অফিস ইসমাইল হোসেন, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ধনবাড়ী উপজেলা ও পৌর সভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্ত উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :