AB Bank
ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে কৃষকের ৪ গরু চুরি, উদ্বার করে থানা হেফাজতে


Ekushey Sangbad
আমিনুল হক বুলবুল, নান্দাইল, ময়মনসিংহ
১০:২২ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২৪
নান্দাইলে কৃষকের ৪ গরু চুরি, উদ্বার করে থানা হেফাজতে

ময়মনসিংহের নান্দাইলে আব্দুল মজিদ নামে এক কৃষকের ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া গরুগুলো ঈশ্বরগঞ্জ থানা হেফাজতে রয়েছে। চুরি যাওয়া চারটি গরুর আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ টাকার ওপরে হবে বলে জানান ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মজিদ। 

শনিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে কৃষক আব্দুল মজিদের গোয়ালঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার রাতেও কৃষক আব্দুল মজিদ গোয়ালঘরে গরু রেখে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। রোববার (২৯ ডিসেম্বর) ভোররাতে তিনি গোয়ালঘরে গিয়ে দেখেন তালা কাটা  এবং ভেতরে থাকা ৪টি গরু নেই। 

এরপর আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে কৃষক আব্দুল মজিদ সোশ্যালমিডিয়ার মাধ্যমে জানতে পারেন ৪টি গরু ঈশ্বরগঞ্জ থানায় আটক আছে।থানায় গিয়ে কৃষক আব্দুল মজিদ নিশ্চিত হয়েছেন চুরি হওয়া গরুগুলো তারই।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়,ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার একটি কলাবাগানে ৪টি গরু রেখে পালিয়ে যায় চোরচক্র।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ওই কলাবাগান থেকে গরু ৪টি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস।

স্থানীয়রা জানান,শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মহাসড়কের কবীর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন একটি গাড়ির চাকা পাংচারের শব্দ শুনতে পাওয়া যায়। এটি এই সড়কের প্রায় প্রতিদিনের ঘটনা। তাই তীব্র শীতের কারণে রাতের ওই সময় কেউ ওঠে আসেনি। স্থানীয় বাসিন্দারা বলছেন, চুরি করে রাতে গরুগুলো নিয়ে যাচ্ছিল চোরচক্র। কিন্তু ৪টি গরুর ওজনের ফলে চাকা পাংচার হাওয়া গরুগুলো নিয়ে যেতে পারেনি চক্র। তাই কলাবাগানে ৪টি গরু বেঁধে রেখে পালিয়ে গেছে চোর চক্র। পরে থানায় খবর দিলে পুলিশ এসে গরুগুলো নিয়ে যায়।

কৃষক আব্দুল মজিদের চাচতো ভাই ফজলুল হক বলেন,ঈশ্বরগঞ্জ থানায় আটক গরুগুলো আমাদের তা শনাক্ত করেছি। কোর্টে মামলা করে গরু আনতে হবে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন, ‘খবর পেয়ে ৪টি গরু উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গরুগুলোর মধ্যে দুটি গাভী ও দুটি বাছুর। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!