বিশেষ অভিযানে খুলনার রূপসা এলাকায় ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। রবিবার খান জাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীন বিসিজি স্টেশন রূপসার কন্টিনজেন্ট কমান্ডার মো. মোশারফ হোসেন জানান, মাদক ব্যবসায়ীরা ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা করেছিল। তাদের গন্তব্যে পৌঁছানোর আগেই যাত্রীবাহী বাস তল্লাশি করে ১১ কেজি ৬৯১ গ্রাম গাঁজাসহ কাজল (২৯) ও আবুল হোসেন (৪২) নামে দুইজনকে আটক করা হয়।
রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মাদকবিরোধী কার্যক্রমে সফলতার নতুন উদাহরণ সৃষ্টি করেছে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন
আপনার মতামত লিখুন :