বরগুনার আমতলী উপজেলার বিশাল এলাকাজুড়ে আবাদ হয়েছে সরিষার। চারিদিকে শুধু চোখ জুড়ানো হলুদ সরিষা ফুল, মৌ মৌ সুবাস ছড়াচ্ছে আমতলী উপজেলায় মাঠ এ বছর ১৫০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। বেড়ে ওঠা গাছ আর ফুল দেখে সরিষার বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।
আমতলী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৫০ হেক্টর। উপজেলা কৃষি অফিসের পরামর্শে ওই পতিত জমিতে কৃষকেরা বিনা সরিষা-৯ চাষ করেছেন। এ ছাড়া তিন জাতের উচ্চ ফলনশীল বিনা-৪, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ বেশি চাষ করেছেন কৃষকেরা।
নভেম্বর মাসের শুরুতে কৃষকেরা উচ্চ ফলনশীল সরিষা চাষ করেন ১০০ দিনের মধ্যে সরিষার ফলন আসে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকেরা পুষ্টিকর তেল পেতে সরিষা চাষে ঝুঁকছেন বলে জানান উপজেলা কৃষি অফিস।
চালিতাবুনিয়ার কৃষক মো. শাহজাহান মিয়া বলেন, ‘আমতলী ‘উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও তাঁদের দেওয়া বীজ আবাদ করেছি।’
গুলিশাখালী গ্রামের শাওন হাওলাদার ও জামাল মিয়া বলেন, এ বছর পতিত জমিতে সরিষা চাষ করেছি। ভালো ফলন হয়েছে। আশা করি পরিবারের তেলের চাহিদা পূরণ করে বেশ ভালো লাভবান হতে পারব।
আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা বলেন, আমতলী উপজেলা ১৫০ হেক্টর জমিতে বিনা সরিষা-৯, বারি সরিষা-১৪ ও বারি সরিষা-১৫ চাষ করেছেন কৃষকেরা। ফলনও ভালো হয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :