শিক্ষার মান উন্নয়ন এবং উৎসাহ প্রদানের জন্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কৃতি শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধানদের পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তাদের এইসব পুরস্কার প্রদান করেন।
এ সময় পীরগঞ্জ সরকারী কলেজের সহযোগী অধ্যাপক একরামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফুল্লাহসহ শিক্ষক, পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এবিএম কামাল উদ্দিন, উপজেলা একাডেমীর সুপারভাইজার জহুরুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল।
এসময় পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন- পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু, সাবেক প্রধান শিক্ষক মফিজুল হক, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, নসরতে খোদা রানা, সাংবাদিক বিষ্ণু পদ রায়সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :