AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাহবুব হোসেনকে সংবর্ধনা


ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মাহবুব হোসেনকে সংবর্ধনা

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার সভাপতি ও ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল কে সংবর্ধনা প্রদান করেছে ফরিদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।


সোমবার(৩০ ডিসেম্বর)  রাতে ফরিদপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা  ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় ‌ এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনির হোসেন, সহ-সম্পাদক শেখ  মফিজুর রহমান শিপন।

 

এর আগে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিল্লুর রহমান রাসেল, গীতা পাঠ করেন অসীম দাস। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত  কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ , ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ উক্ত অনুষ্ঠানে  অংশগ্রহণ করেন।

 

এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। বক্তারা বলেন সারাদেশের প্রতিটি জেলাতেই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যালয় রয়েছে। এই সংগঠন শুধু বাংলাদেশের নয় বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছে। এবং সারা বিশ্বের এর কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বক্তারা ফরিদপুর প্রেসক্লাব এবং ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সব সময় ‌ একসাথে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ ‌নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির কমিটির সদস্যবৃন্দ ছাড়াও ‌ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে ‌অংশগ্রহণ করে।


একুশে সংবাদ////র.ন

Link copied!