মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি জনিত বদলিতে ৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ "বিজয়" সভাকক্ষে মুকসুদপুর প্রেসক্লাবের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান।
মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,যুগ্ম সাধারন সম্পাদক শরীফুল রোমান, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহমদ কবির, সদস্য মেহের মামুন, পরেশ বিশ্বাস ও ইসমাইল হোসেন পান্নু মাতুব্বর প্রমূখ।
আলোচনা সভাশেষে বিদায় অতিথি মো: আজিজুর রহমানকে মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ত্রুেস্ট প্রদান করা হয়।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :