AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উম্মে সালমা বিদ্যা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৬:৫৩ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
উম্মে সালমা বিদ্যা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান

শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজারস্থ অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ উম্মে সালমা বিদ্যা নিকেতন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়টির মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উম্মে সালমা বিদ্যা নিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি পীরে কামেল মাওলানা আজিজুর রহমান বড় হুজুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক, এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ৷ এসময় বিদ্যালয়ের পরিচালক মাওলানা মোঃ শেখ ফরিদের নির্দেশনায় সহকারি শিক্ষক আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সহকারি শিক্ষক হাফেজ নুর মোহাম্মদ ৷

এসময় বিদ্যালয়ের পরিচালক শেখ ফরিদ ও সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জান ২০২৪ সনের ফলাফলের মোড়ক উন্মোচন করার জন্য অতিথি বৃন্দের কাছে ফলাফল হস্তান্তর করেন।

বিদ্যালয়ের ২০২৪ সালের  নূরানী মাদরাসা ও স্কুল শাখার শ্রেষ্ট ফলাফল, সর্বোচ্চ উপস্থিত, জি পি এ ৫ প্রাপ্তদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড-আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, প্রত্যেক বাবা-মাকে উদ্দেশ্যে করে তিনি বলেন- আপনাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সন্তানকে স্কুলে পাঠাবেন, আপনাদের ছেলে-মেয়ে স্কুল থেকে বাসায় যাওয়ার পরে শিক্ষক মহোদয় কি পড়াশোনা করালো সেটা নিয়ে সন্তানের সাথে আলোচনা করবেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারেনা, যারা ষড়যন্ত্র করেছে তাদেরই পতন দেখেছি ৷

পরিচালক মাওলানা শেখ ফরিদ ও সহকারি পরিচালক মোঃ মনিরুজ্জান মনির বলেন, আধুনিকতার সাথে সাথে আমাদের বিদ্যালয়ের পাঠদান পদ্ধতি আধুনিকরন করা হয়েছে৷ আমাদের বিদ্যালয়ে শহরের বিভিন্ন দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান পরিচালনা করা হয়ে থাকে ৷ শেরপুরের পশ্চিমে আল্লাহর রহমতে সকলের সহযোগিতায় সুনামের সহিত বিদ্যালয়টি পরিচালনা করে আসছি৷ যার ফলে প্রতিবছর বিদ্যালয় থেকে মেধাবী শিক্ষার্থী বের হয়ে ঢাকা, রংপুর, ময়মনসিংহসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করার সুযোগ পেয়েছে৷ 

তারা আরও বলেন, আমাদের বিদ্যালয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে কিছু করতে পারবেনা ইনশাআল্লাহ ৷আমরা দক্ষতার সহিত সুনামের সহিত সামনের দিকে এগিয়ে যাবই৷ আমরা কথায় নই, কাজে বিশ্বাসী৷ তারা আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির সহকারি শিক্ষক সাংবাদিক মুরাদ, আল- আমিন, বিল্লাল, সিফাত, লাইলা৷ শিক্ষার্থীদের মাঝে বক্তব্য রাখেন, ফাহিম, জিহাদ, মাফুজসহ প্রমুখ ৷

অনুষ্ঠানে সম্মানিত অভিভাবক মন্ডলী সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল ও স্বাথর্ক করায় উম্মে সালমা বিদ্যা নিকেতনের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!