নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গনহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মুহাম্মাদ কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব মুহাম্মাদ আমানউল্লাহ, জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, কোরআনের আইন অনুযায়ী দেশ পরিচালনাসহ দেশের সব অফিস, আদালত কোরআন ও সুন্নাহার ভিত্তিতে পরিচালনা এবং ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :