নানা আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে জাতীয়তাবাদী সামাজিক সংস্কৃতিক সংস্থা - `জাসাস` এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে `জাসাস` বোয়ালমারী শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।
দিবসটি উপলক্ষে ৩১ ডিসেম্বর (মঙ্গলবার ) বিকেল ৪টায় পৌরসভার গোরস্তান সড়কস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের কার্যালয়টির সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা জাসাসের সভাপতি সৈয়দ রাকিবুল এহসান ফিহাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ, বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম। এতে অংশ গ্রহণ করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম সিরাজ, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, খান আতাউর রহমান, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, জেলা যুবদলেরসহ সম্পাদক মো. ইমরান হোসাইন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সঞ্জয় সাহা, পৌর জাসাসের সভাপতি মো. কবিরুল খান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মোল্যা হাসান মেহেদী। শোভাযাত্রা ও আলোচনা সভায় বোয়ালমারী উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, জাসাসের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :