ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চলতি ২০২৪-২৫ অর্থ বছরে ত্রান ও পুনবার্সন অধিদপ্তর থেকে শীতার্থ অসহায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করার জন্য ১ম দফায় ২ হাজার ৪৫ টি কম্বল এবং উপজেলা থেকে ক্রয় কমিটির মাধ্যমে নগদ ৩ লাখ টাকা বরাদ্ব করা হয়েছে।
১ম দফায় বরাদ্দকৃত কম্বল থেকে বীর বেতাগৈর ইউনিয়নে ৭০ টি মোয়াজ্জেমপুর ১৪০,নান্দাইল ১০০, চন্ডীপাশা ১৫৬, গাংগাইল ১৩৮, রাজগাতী ১১০, মুশুলী ১৩০, সিংরইল ১১০, আচারগাঁও ১১২, শেরপুর ১১৫, খারুয়া ১১৪, জাহাঙ্গীরপুর ১৪৫ ও চরবেতাগৈর ইউনিয়ন পরিষদে ১০৫ টি কম্বল প্রদান করা হয়েছে।
অতীতে বরাদ্দকৃত কম্বল সাধারণ মানুষ পায় নাই বলে অনেক অভিযোগ ছিল। এখন দলীয় সরকার না থাকায় প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগন প্রকৃত অসহায় ও গবীর মানুষের মাঝে কম্বল বিতরণ নিশ্চিত করার জন্য জোরদাবী জানিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :