AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, পালাতে গিয়ে আটক ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নারায়নগঞ্জ
১০:০০ পিএম, ৩১ ডিসেম্বর, ২০২৪
ফতুল্লায় কয়লাবাহী জাহাজে ডাকাতি, পালাতে গিয়ে আটক ১

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় কয়লাবাহী একটি জাহাজে ডাকাতি করে পালানোর সময় আব্দুল মান্নান মুন্সি নামে এক ডাকাতকে আটক করে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) গভীর রাতে সদর উপজেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে নোঙর করা অবস্থায় এমভি সিক্স সিস্টার-২ জাহাজে এ ঘটনা ঘটে।

গ্রেফতার আব্দুল মান্নান মুন্সি (৩০) পটুয়াখালী জেলার বাউফল থানার ধরাবান্দা গ্রামের রশিদ মুন্সির ছেলে।

জাহাজে ম্যানেজার জাহিদুল ইসলাম জানান, গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম থেকে কয়লা ভর্তি করে এমভি সিক্স সিস্টার-২ নামে জাহাজটি নারায়ণগঞ্জের ফতুল্লার উদ্দেশ্যে রওনা দেয়। জাহাজে ছিলেন চালক রবিউল, মাস্টার মাসুদ রানা, স্ট্যাফ দেলোয়ার হোসেন, বায়েজিদ, সাব্বির মোল্লা, সাজ্জাদ হোসেন, রোমান, মিলন মোল্লা ও শফিকুল ইসলাম নামে নয়জন। ৩০ ডিসেম্বর সকাল ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীতে জাহাজটি পৌঁছালে সেখানেই কয়লা আনলোড করার জন্য নোঙর করা হয়। ওইদিন গভীর রাতে ইঞ্জিনচালিত একটি ট্রলার নিয়ে ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত জাহাজে হামলা করে। এ সময় তারা অস্ত্রের মুখে জাহাজে অবস্থানরত সবাইকে জিম্মি করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ এক লাখ সাত হাজার টাকার মালামাল নিয়ে যাওয়ার সময় কয়েকজন কর্মচারীকে কুপিয়ে জখম করে। তাদের ডাক চিৎকারে আশপাশের জাহাজের শ্রমিকরা ধাওয়া করলে ডাকাত মান্নান মুন্সি আটক হয়। তবে অন্যরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লার বক্তাবলী নৌ ফাঁড়ির ইনচার্জ রকিবুজ্জামান জানান, পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় ফতুল্লা থানায় মামলা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!