AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যকর শহুরে গ্রাম কর্মসূচী মেলা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
১১:০০ এএম, ১ জানুয়ারি, ২০২৫
লালমনিরহাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যকর শহুরে গ্রাম কর্মসূচী মেলা অনুষ্ঠিত

লালমনিরহাটে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইএসডুও এর উদ্যোগে স্বাস্থ্যকর শহুরে গ্রাম কর্মসূচী মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৩১ ডিসেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুটবল মাঠে দিনব্যাপী “হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (স্বাস্থ্যকর শহুরে গ্রাম কর্মসূচী)” উদ্যোগে এ বিশেষ মেলা অনুষ্ঠিত হয়।


মেলায় স্থানীয় বাসিন্দা, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশ নেয়। বিশেষ এ মেলাকে আকর্ষণীয় করে তুলতে আয়োজক কর্তৃপক্ষ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাধারণ মানুষের জন্য অস্থায়ী স্বাস্থ্য ক্যাম্প, তরুণদের চোখে আদর্শ গ্রাম শীর্ষক চিত্র প্রদর্শনীর আয়োজন করে। এছাড়া মেলায় নারী উদ্দোক্তাদের পণ্য প্রদর্শনী, স্বাস্থ্য ও পুষ্টি সংশ্লিষ্ট পণ্য প্রদর্শন ও বিপণন, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

Displaying 1000155482.jpg
বিশেষ এ মেলায় ঘুরতে আসা দর্শনার্থী সফওয়ান মিয়া নামের একজন বলেন, এমন উদ্যোগ আমাদের জীবনে নতুন দিশা দেখাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আমি আমার সন্তানের ওজন উচ্চতা মাপার গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছি, ওর নিয়মিত খাবারের ধরণ সম্পর্কেও জানতে পেরেছি এবং পরিবারে স্বাস্থ্যকর অভ্যাস চালু করার অনুপ্রেরণা পেয়েছি।”


ইএসডিও এর প্রকল্প ব্যবস্থাপক বলেন, “একটি সুস্থ শিশু আমাদের দেশের ভবিষ্যৎ। শিশুর সম্পূর্ণরূপে বেড়ে উঠা নিশ্চিতকরণের লক্ষ্যে তাকে খর্বকায় মুক্ত করার জন্য আমরা কাজ করছি। আমাদের স্বাস্থ্যকর গ্রাম কর্মসূচীর মাধ্যমে আমরা একটি শিশুর চারিপাশের ৩৬০ ডিগ্রি স্বাস্থ্যাভাস, পুষ্টি, নিরাপদ পানি এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করনের মাধ্যমে শিশু খর্বকায় হার কমানোর জন্য কাজ করে যাচ্ছি।  এই মেলা স্বাস্থ্য, পুষ্টি এবং স্যানিটেশনের প্রতি জনগণের দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি একটি দীর্ঘমেয়াদি পরিবর্তনের সূচনা


মেলা পরিদর্শন শেষে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস বলেন, এই ধরনের মেলা জনগণকে সম্পৃক্ত করে আয়োজন করা খুবই ইতিবাচক একটি কার্যক্রম। এর মাধ্যমে জনসাধারণ সচেতন হবে এবং তারা সমাজের শিশুর সার্বিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবে। এই প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমি আশা করি’’।

 


একুশে সংবাদ////র.ন

Link copied!