বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুলের সাবেক সহকারি শিক্ষক ও বরিশাল পলিটেকনিক্যাল কলেজের সাবেক অধ্যাপক মো. ওসমান গণি সিকদার (৮১) আর নেই। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় রাজধানী ঢাকার উত্তরার নিজ বাসায় বার্ধক্যজনিত কারনে তিনি ইন্তেকাল করেন। ইন্না....রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুম মো.ওসমান গণি সিকদার বাংলাদেশ সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মো. মনিরুল গণি, সিটি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. রেজওয়ানুল গণি ও বাংলাদেশ বিমানের কেবিন ক্রু মো. তানভিরুল গণির পিতা, সেনাবাহিনীর মেজর মো. খালেদ হায়দার ও পিডিবির চিফ ইঞ্জিনিয়ার মো. জিয়াউল হক সবুজের শ^শুর এবং সেনাবাহিনীর যশোর ক্যান্টনমেন্টের সাবেক জিওসি মেজর জেনারেল প্রয়াত মো. রফিকুল ইসলামের ভগ্নিপতি।
বৃহস্পতিবার ( ২ জানুয়ারী) বাদ আসর জানাজা শেষে ঢাকার বনানী কবরস্থানে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। এদিকে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক মো. ওসমান গণি সিকদারের মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :