পটুয়াখালীর গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরামের নির্বাচনে সভাপতি জসিম উদ্দিন আহম্মেদ, আহসান উদ্দিন জিকো সাধারণ সম্পাদক ও শিশির রঞ্জন দাস সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টা থেকে ১টা পর্যন্ত গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট গ্রহণ করেন উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মো. জাহাঙ্গীর হোসেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা, গলাচিপা থানা অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক আ. সত্তার হাওলাদারসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সভাপতি পদে এশিয়ান টেলিভিশন পটুয়াখালী দক্ষিণ প্রতিনিধি জসিম উদ্দিন আহম্মেদ ১০ ভোট পেয়ে বিজয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনন্দ টেলিভিশন গলাচিপা উপজেলা প্রতিনিধি ৭ ভোট পান।
এছাড়া সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় বিজয় টেলিভিশন এর গলাচিপা উপজেলা প্রতিনিধি আহসান উদ্দিন জিকো এবং সাংগঠনিক সম্পাদক পদে নিউজ ২১ টেলিভিশনের পটুয়াখালী জেলা প্রতিনিধি শিশির রঞ্জন দাস নির্বাচিত হন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :