খাগড়াছড়ির রামগড়ে দশ মাদক মামলার আসামী ও ৬০লিটার দৈশীয় তৈরী চোলাইমদসহ তিন মাদক মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ জানুয়ারি) পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গতকাল রাত সাড়ে দশটার দিকে রামগড় বাজার থেকে তাদের উভয়কে আটক করা হয়।
আটকৃত দশ মামলার আসামী মুন্নি আক্তার (৪২), সে এবং প্রিয়া রানী মালাকার (৫০) উভয়েই চট্টগ্রামের স্হানীয় বাসিন্দা।
পুলিশ সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার এসআই এ,বি,এম তারেক হোসেনের সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে রামগড়ে বাজারের মধুবন শো-রুমের সামনে থেকে দশ মাদক মামলার আসামী ও তিন মাদক মামলার আসামীকে ৬০ লিটার চোলাইমদসহ তাদের আটক করা হয়।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক মামলার আসামীকে গ্রেফতার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে তাদের সোর্পদ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :