ময়মনসিংহের নান্দাইলে মাওলানা আফতাব উদ্দিন টেকনিক্যাল ইনস্টিটিউট এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলার খারুয়া ইউনিয়নের দেওয়ানগঞ্জ বাজারে রাহিমা খাতুন জেনারেল হসপিটালের ২য় তলায়
আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মাওলানা আফতাব উদ্দিন রাজাপুরী।
মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মো.ওয়ালিউল্লাহর সভাপতিত্বে ও মো.রোমান মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রাস্টের পরিচালক মাওলানা শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইনসান আলী,উপজেলা হিসাবরক্ষন অফিসার গোলাম কিবরিয়া,কাজী মাওলানা আব্দুস সাত্তার, বিএনপি নেতা ও শিক্ষক মিসবাহ উদ্দিন, বিএনপি নেতা আবুল কাশেম,প্রধান শিক্ষক নাজমুল তারেক,সহকারী শিক্ষক অজিত কুমার সরকার,ভারপ্রাপ্ত সুপার মিনহাজ উদ্দিন
আকবর প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে টেকনিক্যাল শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে বলেন যারা কম্পিউটার শিক্ষায় দক্ষতা অর্জন করেন তারা কোনোদিন বেকার থাকে না। টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার জন্য বক্তারা লোবনান গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদকে ধন্যবাদ জানান ও ইনস্টিটিউটের সার্বিক মঙ্গল কামনা করেন।
একুশে সংবাদ//কা.বে//র.ন
আপনার মতামত লিখুন :