দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং আনন্দ র্যালির মধ্যে দিয়ে রাজীবপুর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ছাত্রদলের নেতাকর্মী ও সমর্থকরা। কর্মসূচির শুরুতে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে একটি আনন্দ র্যালি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা একটি আলোচনা সভার আয়োজন করে।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার, উপজেলা যুবদলের আহবায়ক রোস্তম মাহমুদ লিখন,উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান, সদস্য সচিব নাজমুল হাসান, রাজীবপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক পলাশ প্রমুখ।
১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সংগঠন প্রতিষ্ঠা করেন। এর পর বিভিন্ন চড়াই-উতরাই পেরিয়ে দেশের বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয় ছাত্রদল। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিএনপির ‘ভ্যানগার্ড’ হিসেবে পরিচিতি পায় ছাত্র সংগঠনটি।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :