ইন্দোনেশিযার তরুনী ট্রিয়ানীর সঙ্গে টিকটকের মাধ্যমে পরিচয় হয় জুবায়ের হাওলাদারের। পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে। টানা দুই বছর করেন প্রেম। এতে বাধা হয়নি প্রায় চর হাজার কিলোমিটারের পথ। প্রেমের শেষ পরিণয় বিয়েতে আবদ্ধ হয়েছেন তারা। মঙ্গলবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামে ঘটে এমন ঘটনা। তবে নতুন এই নতুন জুটিকে দেখার জন্য সাধারণ জনগণ ভিড় করছেন জুবায়েরের বাড়ীতে।
এলাকা ও সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার কাজীবাকাই এলাকার পূর্ব মাইজপাড়া গ্রামের মোঃ হুমায়ন কবীরের ছেলে জুবায়ের হাওলাদারের সঙ্গে প্রায় দুই বছর পূর্বে টিকটকের মাধ্যমে পরিচায় হয়। সেই থেকে শুরু হয় তাদের প্রেমে। গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসেন ট্রিয়ানী। পরে মঙ্গলবার বিকেলে জুবায়ের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় তাদের।
ট্রিয়ানী জানান, জুবায়েরকে পেয়ে তিনি খুব খুশি। তবে জুবায়ের পরিচয়ের শুরু থেকেই বলছিলেন তাকে বিয়ে করবেন। শেষ পর্যন্ত তিনি তার কথা রেখেছেন। বাংলাদেশ আমার কাছে অনেক ভালো লাগছে।
জুবায়ের জানান, ইন্দোনেশিয়ান তরুনীকে বিয়ে করতে পেরে আমি খুব খুশি।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরমোহাম্মদ হাওলাদার বলেন, প্রেমের এমন ঘটনায় তারা সবাই খুশি। এ দাম্পতিকে দেখতে দূর-দুরান্ত থেকে অনেকেই ছুটে আসছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :