ছাত্রদলের সদস্য সচিব মুরাদ হাওলাদা রনির নেতৃত্বে, উজিরপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা সাকুরা পাম্প থেকে একটি বর্ণনাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা সদরের চৌরাস্তায় হয়ে উপজেলা অডিটরিয়ামের সম্মুখে সমাপ্ত হয়। এ সময় উপজেলার সাতলা,হারতা,জল্লা, ওটারা, শোলক, বরাকোঠা, বামরাইল, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌর ছাত্রদলের সভাপতি সম্পাদকের নেতৃত্বের খন্ড খন্ড র্যালি যুক্ত হয়ে বর্নাঢ্য র্যালি ও শোভাযাত্রাটি জনসমুদ্র পরিণত হয়।
এ সময় উপস্থিত ছিল উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, হানিফ মল্লিক, মেহেদী হাসান, সোহেল বেপারী,নবাব মুন্সী, পৌর ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত খান, পৌর যুগ্ন আহবায়ক,ফরিদ হাওলাদার,তাওহীদ, রায়হানুর রানা, মোহাম্মদ সাইফুল,সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি মাহফুজ হাওলাদার, সাধারণ সম্পাদক নাজমুল শিকদার,ডাবেরকুল কলেজ, সভাপতি ইমরান সুজন,যুগ্ন আহবায়ক, আলী জাকের,বিএন খান ডিগ্রী কলেজ,সদস্য সচিব খায়ের,যুগ্নআহবায়ক শাওন,মিজান, রাকিব, আল-আমিন, ইউনিয়ন ছাত্রদলের, বামরাইল ইউনিয়ন,সভাপতি শ্রী সজল শিউলি, সাধারণ সম্পাদক, শাওন হাওলাদার, শিকারপুর ইউনিয়ন,সভাপতি মোহাম্মদ রুমি শরীফ, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, সাতলা ইউনিয়, সভাপতি নাজমুল বিশ্বাস, সাধারণ সম্পাদক লিটন ঘরামী, বড়াকোঠা ইউনিয়ন সভাপতি আরাফাত শাওন, সাধারণ সম্পাদক বাইজিদ,শোলক ইউনিয়ন,সাধারণ সম্পাদক জুয়েল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :