AB Bank
ঢাকা শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নরসিংদীতে জন্মদিনের পরদিন কুকুর হত্যা, থানায় হাজির কয়েকশ মানুষ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নরসিংদী
০৭:১০ পিএম, ১ জানুয়ারি, ২০২৫
নরসিংদীতে জন্মদিনের পরদিন কুকুর হত্যা, থানায় হাজির কয়েকশ মানুষ

পালিত একটি কুকুরকে টেঁটাবিদ্ধ করে নরসিংদীর রায়পুরা উপজেলায় হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরদ্ধে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রায়পুরা পৌর শহরের রামনগরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবেশী রতন মিয়ার বিরদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুকুরের মালিক জিহাদ মিয়া।


এর আগে, সোমবার শতাধিক মানুষ নিয়ে ব্যাপক আয়োজনে লাভলু নামের ওই কুকুরের জন্মদিন পালন করা হয়। সেটিকে এভাবে মারার বিষয়টি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। ঘটনার পর বিচারের দাবিতে কুকুরের মরদেহ নিয়ে থানায় যান এলাকার কয়েকশ মানুষ। এ সময় থানা কমপ্লেক্সেই জিহাদ মিয়াকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।


লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘ইটস কাশ্মীর’ (ওঃং কধংযসরৎ) নামের একটি পেজের মাধ্যমে কুকুরটিকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন জিহাদ মিয়া। বিনোদনমূলক এসব কনটেন্ট কুকুরটিকে নিয়ে তৈরি হতো। ভিডিওগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখতেন দর্শকেরা। অনলাইনে ব্যাপক পরিচিতিও ছিল কুকুরটির। লাভলুর জন্মদিন পালনের বিষয়টি ফেসবুকে প্রচারও করা হয়। আজ (মঙ্গলবার) দুপুরে মুরগি খেয়ে ফেলার অভিযোগ তুলে কুকুরটিকে টেঁটাবিদ্ধ করে হত্যা করার অভিযোগ ওঠে স্থানীয় রতন মিয়া (৪০) নামের এক ব্যক্তিসহ কয়েকজনের বিরদ্ধে। পরে মৃত কুকুরটি নিয়ে জিহাদ মিয়াসহ এলাকার কয়েকশ লোক থানায় গিয়ে এ ব্যাপারে অভিযোগ দেন।


ঘটনার পর রতন মিয়াকে এলাকায় না পাওয়ায় অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার মুঠোফোন নম্বর না থাকায় তাকে ফোন করাও সম্ভব হয়নি।


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, কুকুরটিকে মেরে ফেলার ঘটনায় কুকুরের মালিক একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ময়নাতদন্তের জন্য সেটিকে পশু হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে অভিযুক্ত ব্যক্তিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


একুশে সংবাদ////র.ন

Link copied!