বই হচ্ছে বন্ধুর মতো,অভিভাবকের মতো।এটা একটা বছর তোমার সাথে থাকবে। তোমাকে আনন্দ দেবে, তোমাকে শেখাবে। তাই তাকে যত্ন করতে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। ভালোভাবে সংরক্ষন করতে হবে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম (১ জানুয়ারি) বুধবার পৌর শহরের ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বই বিতরনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।মোরেলগঞ্জে ১ জানুয়ারী বই উৎসবকে ঘিরে ৩০৯ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৪২টি কিন্ডার গার্টেন স্কুলের ১ম ও ২য় শ্রেণীর সাড়ে ১৩ হাজার শিশু শিক্ষার্থীরা পেলেন নতুন পাঠ্যবই।
বই বিতরণ অনুষ্ঠানে এ সময় স্বাগত বক্তৃতা করেন উপজেলা শিক্ষা অফিসার শেখ মুস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি শিক্ষা অফিসার শারমিন খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন আর রশীদ প্রমুখ। উদ্ধোধন শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :