ময়মনসিংহের নান্দাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) বিকালে বিএনপি নেতা বিগ্রেডিয়ার জেনারেল অব: শামসুল ইসলাম শামস সূর্য্য ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য, সাবেক পৌর মেয়র এ.এফ. এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পৌর মেয়র পিকুরের বাসভবনের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালী ও আলোচনা সভায় সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিুজল ইসলাম পিকুল,বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সাধারন সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বাবু পল্লব রায়, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস, এমদাদুল হক, ছাত্রদল নেতা ফাহাদ আহম্মেদ, মাজহারুল হক, শওকতুল ইসলা তুষার, সোহরাব হোসেন দুর্জয়, হাসান মাহমুদ হৃদয়, দেলোয়ার হোসেন, মেহেদী হাসান আরিফ, সালমান আহম্মেদ, হীরা মিয়া ও মোমিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বিএনপি নেতা সাবেক পৌর মেয়র আজিজুল ইসলাম পিকুল তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ ও জনগণের কল্যাণে কাজ করে। ছাত্রদল বিএনপি’র অঙ্গ-সহযোগী সংগঠন। ছাত্রদলের নেতাকর্মীরাই আগামী দিনের বিএনপি’র কান্ডারী। তারুণ্যের অংহকার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে ছাত্রদলের সকল নেতাকর্মীদেরকে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :