AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত


Ekushey Sangbad
টি আই সানি, শ্রীপুর, গাজীপুর
০২:২৯ পিএম, ২ জানুয়ারি, ২০২৫
শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

গাজীপুর জেলার শ্রীপুরে মাদকাসক্ত কিশোর গ্যাং সদস্যদের হামলায় ওষুধ (ফার্মেসী) ব্যবসায়ী হাসিবুল ইসলাম বাদশা (৪০) নিহত হয়েছেন। এসময় তারা বাড়ীতে প্রবেশ করে নিহতের স্ত্রী ও শ্যালিকাকে লাঞ্চিত করে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারী) ভোর রাত পৌণে ৩ টায় শ্রীপু পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (মসজিদ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানা উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, নিহত হাসিবুল ইসলাম বাদশা বরিশালের বানারীপাড়া উপজেলার ইলোহার গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। সে প্রায় এক যুগ আগে শ্রীপুর পৌরসভার মাওনা (মসজিদ মোড়) এলাকায় জমি কিনে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস করে আসছে। তিনি মসজিদ মোড় এলাকায় মা-মনি ফার্মেসি দিয়ে ওষুধ ব্যবসায় পরিচালনা করতেন।


গ্রেফতার কৃতরা হলেন- মাওনা (মসজিদ মোড়) দারগারচালা এলাকার আলী আকবরের ছেলে কিশোর গ্যাংয়ের সদস্য অন্তর (২০) এবং মৃত নিজাম উদ্দিনের ছেলে রোমান (২০)।

নিহত হাসিবুল ইসলামের শ্যালক ও মাইক্রোবাস চালক জাহিদুল ইসলাম শিমুল হোসেন বলেন, ঢাকায় আত্নীয়ের বাসা থেকে রাত প্রায় আড়াইটার দিকে মাওনা চৌরাস্তা (মসজিদ মোড়) বাসায় আসি। গাড়ী থেকে মহিলারা নেমে যাওয়ার পর কিশোর গ্যাং প্রধান রুবেলসহ তার ৭/৮ জন সহযোগী মাইক্রোর সামনে এসে দাঁড়ায়। রুবেল সাথে থাকা ২/৩ জন দুলাভাইকে কিল ঘুষি মারতে থাকলে সে মাটিতে পড়ে যায়। তার সাথে থাকা অন্যরা বাড়ির গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নিহতের স্ত্রী মাহমুদা আক্তার ও শ্যালিকা সালমা আক্তরের গলার চেইন ছিনিয়ে নেয়। এসময় বাধা দেয়ায় কিশোর গ্যাং সদস্যরা সালমার স্বামী হানিফকে (২৯) মারধর করে।

নিহতের মাহমুদা আক্তার বলেন, কিশোর গ্যাং প্রধান রুবেল ও তার সাথো থানা অন্যরা মাদকাসক্ত ছিল, রুবেল ও তার সহযোগীরা বাসার গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আমাকেসহ আমার ছোট বোনকে লাঞ্ছিত করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে হাসিবুল ইসলামে স্থানীয় আলহেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরামর্শ দেয়। ওই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত (রাত সাড়ে ৩টা) চিকিৎসক আসমাউল হুসনা বলেন, রাতের ওই সময়ে হাসিবুল ইসলামকে তার স্বজনেরা মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলাকারী অন্তর ও রুমানকে গ্রেফতার করা হছেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘হাসিবুল ঢাকায় তার আত্নীয়ের বাসা থেকে গভীর রাতে শ্রীপুরের মাওনার নিজ বাসার সামনে আসলে হামলার শিকার হন। হামলার সরাসরি জড়িত অন্তর ও রুমানকে রাতেই গ্রেফতার করা হয়েছে। হামলাকারী পলাতক রুবেলসহ তার অন্যান্য সহোযোগীদের গ্রেফতার করার চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!