AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বোয়ালমারীর- সুমন রাফি


শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন বোয়ালমারীর- সুমন রাফি

অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেলেন ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সুমন রাফি। বুধবার ও বৃহস্পতিবার ( ১ ও ২ জানুয়ারী) বোয়ালমারী পৌর এলাকারসহ  উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শতাধিক  শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন মানবতার এই ফেরিওয়ালা সুমন রাফি। 

জানা যায়, মানবতার ফেরিওয়ালা হিসেবে বোয়ালমারীতে খ্যাতি অর্জনকারী ‘সুমন রাফি’ একজন উচ্চ শিক্ষিত যুবক।বোয়ালমারীতে সমাজসেবামূলক এমন কোনো কাজ নেই যেখানে তার অংশগ্রহণ নেই। অসহায় মানুষের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, শীতার্ত মানুষকে শীত বস্তু বিতরণ, রোগীকে রক্ত দেওয়া, অসহায়দের মাঝে ঈদ-উপহার, মসজিদ নির্মাণে সহযোগিতা, বিভিন্ন স্থানে-প্রতিষ্ঠানে গাছ লাগানো, গরিবের মাঝে কম্বল ও মাংস  বিতরণ, দুস্থ-প্রতিবন্ধী ও মানসিক রোগীদের সঙ্গে করে নিয়ে চিকিৎসা করানো, ঘর নির্মাণ, যুবকদের ক্রীড়াসামগ্রী বিতরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই প্রদান, পাখিদের নীড়ের ব্যবস্থা, পশু-পাখিদের খাবার দেওয়া। হারানো শিশুদের উদ্ধারে সহায়তা, পঙ্গুদের মাঝে হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন ধরনের কাজে তার অংশগ্রহণের দৃষ্টান্ত রয়েছে তার।

মোহসীন মোল্ল্যা নামে ষাটউর্ধ্বো ব্যক্তি বলনে, এই শীতে অনেক কষ্ট করে রাত পার করতে হয়। একটা কম্বলের খুব দরকার ছিল। শীতের সময়টা খুবই কষ্টকর। কিন্তু আজ যখন কম্বল পেলাম, মনে হলো কিছুটা শান্তি পেতে পারব। আমি এই কম্বলটা পেয়ে খুব খুশি । 

মো: রাসেল বিশ্বাস বলেন, আমি সুমন রাফি ভাই এর  কম্বল পেয়ে খুব খুশি হইছি। তার জন্য আমি দোয়া করি। গতবারও আমরা  কম্বল পেয়েছিলাম।

এ বিষয় সুমন রাফি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য একটি কম্বল নেই, তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের সবার। সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত চেষ্টায়ই শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!