AB Bank
ঢাকা মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে প্রস্তুতিমূলক সভা


ধনবাড়ীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

টাংগাইলে ধনবাড়ী উপজেলাতে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১-৩০ মিনিটে ধনবাড়ী  উপজেলা হলরুমে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব ২০২৫ প্রস্তুতি মূলক সভা।  যেখানে স্থানীয় তরুণ প্রজন্ম, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিত্বরা ভবিষ্যৎ নেতৃত্ব ও উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা  নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু সাঈদ। বক্তব্যে তিনি বলেন, ‘তারুণ্য জাতির মূল চালিকা শক্তি। এ ধরনের আয়োজন তরুণদের সৃজনশীলতা, উদ্ভাবন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আলোচনা সভার উৎসবের কেন্দ্রবিন্দু ছিল, যেখানে বক্তারা তরুণ প্রজন্মের সম্ভাবনা, নেতৃত্বের ভূমিকা ও আগামীর চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন। 

সভায় উপস্থিত ছিলেন- ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন, ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. বিপ্লব কুমার পাল, ধনবাড়ী উপজেলার শিক্ষা অফিসার মোঃ বাবুল হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, ছাত্র নেতৃবৃন্দ রোভার স্কাউটস সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা তারুণ্যের সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘সততা, উদ্ভাবন ও দেশপ্রেমের মাধ্যমে তরুণরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।’

আয়োজকদের ধারণা, ধনবাড়ীতে এই আয়োজন তরুণ প্রজন্মকে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে আরও অনুপ্রাণিত করবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!