AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মামলা বাণিজ্য নিয়ে চট্টগ্রামে পুলিশের সতর্কবার্তা


মামলা বাণিজ্য নিয়ে চট্টগ্রামে পুলিশের সতর্কবার্তা

চট্টগ্রামে পাঁচ আগষ্টের পর থেকে মামলা নিয়ে বাণিজ্য চলছে তবে পুলিশ রয়েছে বেশ সতর্কবার্তায় ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে চট্টগ্রামে অন্তত শতাধিক মামলা হয়েছে। কোনো কোনো মামলায় নিরীহ লোকজনও ফেঁসে গেছেন। এ কারণে সতর্ক হয়ে তদন্ত কার্যক্রম চালাতে চায় পুলিশ।


কিন্ত পুলিশের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে এখন মামলা গুলো নিয়ে ব্যবসায় নেমেছে একটি চক্র। টাকার বিনিময়ে গ্রেপ্তার করিয়ে দেওয়া, গ্রেপ্তারের পর পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নেওয়া, মামলার তালিকা থেকে নাম বাদ দেওয়া অথবা আসামির তালিকায় নাম যোগ করা ইত্যাদি কথা বলে চক্রটি নিরীহ লোকজনের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল পরিমাণ টাকা। ইতোমধ্যে এ ধরনের অভিযোগ জমা পড়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে।  


তাই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছেন নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা মামলাকেন্দ্রিক কোনো ধরনের লেনদেন না করতে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, মামলা থেকে বাদ দেওয়া অথবা আসামির তালিকায় নাম যোগ করা নিয়ে অনৈতিক লেনদেনের অভিযোগ আমরা পাচ্ছি। এ বিষয়ে আমাদের বক্তব্য হলো, থানা গুলোতে সাম্প্রতিক সময়ে রুজু করা প্রত্যেকটি মামলার তদন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়ে কয়েকটি স্তরে তদারকি করা হচ্ছে। সুতরাং মামলা থেকে কারও কোনো ধরনের অন্যায় ও অনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ নেই।


তিনি আরও বলেন, এ ধরনের প্রতারক চক্রের অপতৎপরতা থেকে সতর্ক থাকার জন্য আমরা অনুরোধ করছি। প্রতারকচক্রের কোনো সদস্য প্রলোভন দেখালে তার বিরুদ্ধে নিকটস্থ থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

 

একুশে সংবাদ///র.ন
 

Link copied!