কালিয়াকৈরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়, র্যালীটি উপজেলা হলরুম এর সামনে থেকে উপজেলা চত্তর প্রদক্ষিণ করে হলরুমের সামনে এসে শেষ হয়।
তার আগে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন করা হয়। তারপর কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এই অনুষ্ঠানে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ,উপজেলা সমাজকল্যাণ কমিটির অনুদান বিতরন,ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান, শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ পরিবার,(ঋণগ্রহীতা)শ্রেষ্ঠ কর্মদল শ্রেষ্ঠ গ্রাম কমিটির পুরস্কার বিতরণ করা হয়, পুরস্কার প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন, সন্মাননা স্মারক প্রদান করা হয়। কল্যান রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশা বিষয়ক মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ এর সভাপতিত্বে,,স্বাগত বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানত। এছাড়াও উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা ডাঃ মোঃগোলাম সারোয়ার, সহ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। ১৮২ জন ঋণ গ্রহীতা কে ৮৭ লক্ষ টাকা ও উপজেলা সমাজ কল্যাণ কমিটির মাধ্যমে ৪৭ জন কে ১৭৭৫০০ অনুদান দেওয়া হয়।উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ৩ জন কে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। অনুষ্ঠান আয়োজন করেন কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও কালিয়াকৈর সমাজসেবা অফিস।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :