“নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পটুয়াখালীর বাউফলে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়ে উপজেলা পরিষদ হল রুমে ওয়াকাথন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) প্রতীক কুমার কুন্ডু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতিকুল ইসলাম, উপজেলা সিনিয়ির মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রিপোটার্স ইউনিটির সভাপতি মো. ছিদ্দিকুর রহমান, আরডিএস পরিচালক সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দ ।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :