AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
জমি নিয়ে বিরোধ

রাজবাড়ীতে দোকান ঘর দখলের চেষ্টা, আদালতে মামলা


রাজবাড়ীতে দোকান ঘর দখলের চেষ্টা, আদালতে মামলা

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে পৈত্রিক সূত্রে পাওয়া তিনটি দোকানঘর জোর পূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আশিক আহমেদের বিরুদ্ধে দোকান মালিক ফারুক হোসেন আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা করেছেন। তবুও দখলচেষ্টা ও হুমকি অব্যাহত রেখেছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত আশিক আহমেদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।

বাদী ফারুক হোসেন জানান, তার পিতামহ ওয়াহেদ শেখ বালিয়াকান্দি বাজারের ৪৭ নং মৌজায় ১১ শতাংশ জমির মালিক ছিলেন। মৃত্যুর আগে তিনি তার ছয় ছেলের মধ্যে এই জমি ভাগ করে দেন। তিন ছেলে দোকান পরিচালনার জন্য রাস্তার পাশের জমি পান, যেখানে বর্তমানে আরোগ্য ফার্মেসী, সুজন সুইট, এবং শুভ মিস্টান্ন ভান্ডার নামের দোকান রয়েছে। গত ১৭ ডিসেম্বর অভিযুক্ত আশিক আহমেদ ভাড়া করা লোকজন নিয়ে এসে দোকান ঘর দখলের চেষ্টা করেন এবং হোটেলগুলোতে ভাঙচুর চালান। স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হন।

বাদী জানান, আশিক আমাদের তিন চাচার কাছ থেকে জমি কেনার দাবি করে আমাদের দোকানঘর দখল করতে চায়। তবে আমার দাদা জীবিত অবস্থায় তিন চাচাকে পেছনের জমি দিয়ে যান, যা তারা নিজেরাও জানেন। আশিক আমাদের হুমকি দিচ্ছে এবং মাস্তান ভাড়া করে দখল করতে চেষ্টা করছেন।

তিনি আরও জানান, আশিকের দাবি সত্য হলে তিনি দলিল ও সংশ্লিষ্টদের নিয়ে সমাধান করতে প্রস্তুত। ইতোমধ্যে রাজবাড়ী সহকারী জজ আদালতে পৃথক মামলাও করা হয়েছে।

অভিযুক্ত আশিক আহমেদ দখলচেষ্টার বিষয়টি স্বীকার করে বলেন, ‘আমি তাদের তিন চাচার কাছ থেকে জমি কিনেছি। কিন্তু তারা আমাকে জমি দখল করতে দিচ্ছে না। মামলা করে আমাকে আটকে রেখেছে।’

স্থানীয়রা জানান, বাদীর পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করার পরও অভিযুক্ত আশিক আহমেদ দোকান মালিকদের হুমকি দিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাও বিরাজ করছে। জমি ও দোকানঘর নিয়ে বিরোধের সমাধান আইনানুগভাবে না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। স্থানীয় প্রশাসন এবং আদালতের যথাযথ হস্তক্ষেপে বিষয়টি দ্রুত সমাধান দাবি জানান তারা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!