নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যে ফরিদপুরের সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে ওয়াকাথন ও কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে সদরপুর স্টেডিয়াম ও বাজার সংলগ্ন মেইন রোড ঘুরে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কল্যাণ রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২১ জন এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ৩ জনকে সুবর্ণ সুবর্ণ প্রতিবন্ধী কার্ড প্রদান করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামিম আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আকলিমা আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য সহ সাংবাদিক ও সুবিধাভোগীরা।
আড্ডায় রাষ্ট্র গঠনে ভাতা, উপবৃত্তি নির্ধারণ, ক্যান্সারসহ নানান রোগাক্রান্ত ব্যক্তি, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি, মেধাবী, এসিডদগ্ধ, নদী ভাঙ্গন, শিশু পরিবারকে অনুদান, বাক-শ্রবণপ্রতিবন্ধী, বেসরকারি এতিমখানা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সুযোগ-সুবিধা নিয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
একুশে সংবাদ///র.ন
আপনার মতামত লিখুন :