কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারত সীমান্ত থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কটকবাজার এলাকার গোমতী নদীর পাড় থেকে মরদেহ উদ্ধারটি করা হয়েছে।
নিহত ব্যক্তির নাম কাজী ছবির (৪২)। তিনি উপজেলার গাজীপুর মধ্যপাড়া এলাকার কাজী নজিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হত্যাকাণ্ডের শিকার।
পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, আজ সকালে সীমান্ত এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কাজী ছবির নামের এক ব্যক্তির বলে শনাক্ত করা হয়।
নিহত ব্যক্তির বুকে ও হাতে আঘাতের চিহ্ন দেখা যায়। বিজিবির সহযোগিতায় মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ‘বিজিবির সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি মাদকাসক্ত ছিলেন। তবে হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।’
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :