স্বেচ্ছাসেবি সংগঠন ইছাহাক-অবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, সার্টিফিকেট ও শীতবস্ত্র রঙিন সুয়েটার বিতরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার শ্রীকোল ইউনিয়নের দোসতিনা গ্রামের বাসিন্দা, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম গ্রামের কৃতি সন্তান হিসেবে একটিমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের শিক্ষা-দীক্ষায় প্রতিষ্ঠিত করতে প্রতিবছরই বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। গতবছর মেধাবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের খাতা, কলম, স্কুল ব্যাগসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ করেছিলেন।
যথারীতি এবারও অভিভাবক সমাবেশের মাধ্যমে অনুষ্ঠানিকভাবে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, মেধা মূল্যায়ণ সার্টিফিকেট, ক্রেস্ট ও দুই শতাধীক শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে নতুন রঙিন সুয়েটার বিতরণ করেন। ২০২০ সালের পর থেকে তিনি এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহতভাবে প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন। শিক্ষকদের জন্য আসবাবপত্র, কম্পিউটার, প্রিন্টারসহ অন্যান্য সহযোগিতা করা হয়েছে। তবে, যতদিন এই ফাউন্ডেশন থাকবে ততদিনই এইভাবে প্রতিবছর প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সহযোগিতা করা হবে বলে ফাউন্ডেশনের পক্ষ থেকে জানা যায়।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক, ইছাক-আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- সহকারি শিক্ষা অফিসার দিপ্তী রানী কর, প্রধান শিক্ষক কাজী ছামছুল হক, পিটিএ সভাপতি কদর আলী মোল্লা, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ফাউন্ডেশনের কার্যকরী সদস্য সোহেল মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক হাসেম আলী মন্ডল ও প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :