AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ


সিসা কারখানায় বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ

ফরিদপুরের মধুখালীতে একটি সিসা কারখানায় ভ্যাকুয়াম ড্রাম বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়ে আহতের ঘটনা ঘটেছে। আহতদের ফরিদপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
 

বৃহস্পতিবার (২ জানুয়ারি)  বিকেলে মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের পরিক্ষীতপুর নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আলতু খান জুটমিলের মধ্যে অবস্থিত পান্না গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান ভলভো ব্যাটারীর সিসা কারখানায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত তিন শ্রমিকরা হলেন, মধুখালী পৌরসভার বনমালীদিয়া গ্রামের শুকুর আলী সর্দারের ছেলে মো. শাহাবুদ্দিন (৩৫), উপজেলার কামালদিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের সাত্তার শেখের ছেলে বিপ্লব শেখ (৩৪) ও উপজেলার বোয়ালিয়া গ্রামের রতন শেখের ছেলে ফারুক শেখ (৩৩)।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ব্যাটারী তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রাম এর মধ্যে সিসা প্রক্রিয়া করনের সময় বিস্ফোরণ হয়ে ৩ শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।


মধুখালী ফায়ার সার্ভিসের ফায়ার ফাহিটার সাকিবুল হাসান বলেন, আলতু খান জুটমিলটি আমাদের কাযালয়ের পশ্চিম পাশে অবস্থিত। একটি বিস্ফোরণের বিকট শব্দ আমরা শুনতে পেরেছি। তবে বিষয়টি আমাদের কেউ জানায়নি। যার ফলে ঘটনাস্থলে যাওয়া হয়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসক আকাশ হোসেন জানান, বিকেল ৪টার পরে সিসা কারখানায় বিস্ফোরণে গুরুতর আহত তিন শ্রমিক হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।  তাদের শরীরে ৬৫-৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে পান্না গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লোকমান খান বলেন, ব্যাটারী তৈরির জন্য সিসা প্রস্তুত রোটারি ড্রামের মধ্যে সিসা প্রক্রিয়া করনের সময় বিস্ফোরণ হয়ে ৩ শ্রমিক আহত হন। তবে কি কারনে রোটারি ড্রাম বিস্ফোরণ হয় তা প্রাথমিক ভাবে জানা যায়নি। আহতদের সুচিকিৎসার জন্য সব রকমের চেষ্টা করা হচ্ছে।


বৃহস্পতিবার(২ জানুয়ারি)  সোয়া ৭টার দিকে মধুখালী উপজেরা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রাসেল জানান, বিস্ফোরণের ঘটনাটি কেউ জানায়নি বা এ বিষয়ে কেউ কিছু বলেনি। বিষয়টি আমি কেবলমাত্র জানতে পারলাম। কি ঘটেছে তা জানতে খোঁজ নেওয়া হচ্ছে।


একুশে সংবাদ//স.টি//র.ন

Link copied!