পটুয়াখালীর গলাচিপায় পৈতৃক সম্পত্তি জবরদখল থেকে মুক্ত করার দাবিতে মো. মোস্তাফিজুর রহমান মফিজের আয়োজনে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরাম কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠের মাধ্যমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মফিজ, যিনি গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নুরুল হাইয়ের ছেলে, দাবি করেন যে তিনি তার দাদা মৃত আফাজ উদ্দিন আহম্মেদ পেশকারের সম্পত্তির একজন বৈধ ওয়ারিশ। তবে দীর্ঘদিন ধরে তার চতুর্থ চাচা ডা. মো. নুরুল ইসলাম উক্ত সম্পত্তি জবরদখল করে ভোগদখল করছেন।
সংবাদ সম্মেলনে মফিজ জানান, এই সম্পত্তি উদ্ধারে গলাচিপা থানায় অভিযোগ করেও তিনি কোনো সুরাহা পাননি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জবরদখলকৃত জমি উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :