মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মায় শুকুর আলী নামে এক জেলের জালে ১১ কেজির একটি বোয়াল মাছ ধরা পড়ে। আজ শুক্রবার (০৩ জানুয়ারি) সকালে উপজেলার আন্ধারমানিক ঘাটে মাছটি বিক্রিয়ের জন্য নিয়ে আসেন তিনি।
জানা যায়, গতকাল রাতে হারুকান্দি ইউনিয়নের ভেলাবাদ গ্রামের জেলে শুকুর আলী নদীতে মাছ ধরতে যান। মধ্যেরাতে পদ্মা নদীতে জাল ফেলার পরে জাল টানতেই উঠে আসে বিশাল এক বোয়াল। এরপর মাছটি বিক্রির জন্য সকালে আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে নিয়ে আসলে ২০ হাজাট ৩০০ টাকায় বিক্রি করা হয়।
মৎস্য শিকারী শুকুর বলেন, মধ্যরাতে পদ্মায় জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই বড় একটি বোয়াল জালে আটকা পড়েছে। আজ সকালে সুবল দার আড়তে নিয়ে আসি। পরে ২০ হাজার ৩০০ টাকায় বিক্রি করি।
আড়তদার সুবল রাজবংশীর ছেলে সুমন রাজবংশী বলেন, ১১ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন শুকুর আলী। হাকডাকে ২০ হাজার ৩০০ টাকায় বোয়ালটি আমি কিনেছি ।
হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম বলেন, হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পরেছে বলে শুনেছি।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :