সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভদ্রকোল গ্রামের গরীব কৃষক মো. আমজাদ হোসেনের ভুট্রা ফসল রাতের বেলায় কে বা কারা কেটে ক্ষতি করেছে। গরীব কৃষক আজ শুক্রবার ভোর সকালে জমিতে গিয়ে ফসলের ক্ষতি দেখে হতবাক হয়েগেছেন।
গতকাল দিন পেরিয়ে রাতের কোনো এক সময় এ ক্ষতি করা হয়েছে বলে জানানো হয়।উল্লাপাড়ার সদর উল্লাপাড়া ইউনিয়নের ভদ্রকোল গ্রামের কৃষক মো. আমজাদ হোসেন একই গ্রামের মো. সাইফুল ইসলামের দুই খন্ডে ৭৫ শতক জমি বাৎসরিক লিজ নিয়ে ভুট্রা ফসলের আবাদ করেছেন। এর মধ্যে ৪০ শতক জমি তার
বসতবাড়ির কাছে আর ৩৫ শতক বাড়ী থেকে কিছুটা দুরে।
তিনি থাইল্যান্ডের থেকে বেশী হারে ফলনশীল ভুট্রা বীজ কিনে জমিতে আবাদ করেন। এর পেছনে সব মিলিয়ে প্রায় পঞ্চান্ন হাজার টাকা খরচ হয়ে গেছে। এরই মধ্যে ভুট্রা ফসলে মোচা আসতে শুরু করেছে। প্রতিবেদককে মো. আমজাদ হোসেন বলেন আজ শুক্রবার সকালে বাড়ী থেকে দুরে মাঠের ৩৫ শতক জমিতে গিয়ে দেখেন প্রায় ১৫ শতক জমির ভুট্রা ফসল কেটে সাবাড় করে দেওয়া হয়েছে।
কে বা কারা গতকাল বৃহস্পতিবার দিন পেরিয়ে রাতের কোনো এক সময় তার এ ক্ষতি করেছে। এলাকার ইউপি সদস্য মো. শাহ আলম ও গ্রামের প্রধানগণ সকালে সরেজমিনে গিয়ে ক্ষতি দেখেছেন।
উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আবু ইউসুফ সকালে সরেজমিনে জমিতে গিয়ে ক্ষতি দেখেছেন এবং কৃষক মো. আমজাদ হোসেনের সাথে কথা বলেছেন। তিনি বলেন ধারণা হচ্ছে শক্রতায় এমন কাজ করা হয়েছে।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :