নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ফতুল্লায় ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে । বুধবার রাত ৭ টা ২০ মিনিটে ফতুল্লার আজমেরীবাগে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়।
আটক যুবকের নাম বিজয় (৩১)। সে সদর থানার দেওভোগ এলাকার মো. মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে বিজয় ফতুল্লার আজমেরীবাগের বারোভিলা বিল্ডিং-এর অষ্টম তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
বৃহস্পতিবার ২রা(জানুয়ারি) তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই অংকুর কুমার ভট্টাচার্য এবং এসআই রুবেল মিয়ার নেতৃত্বে ডিবি পুলিশ একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে বারোভিলা বিল্ডিং-এর পূর্ব পাশের ফ্ল্যাটে বিজয়ের শয়নকক্ষ থেকে ৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী জানান, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার‘র নির্দেশনায় মাদক নির্মূলে জেলা পুলিশ আন্তরিক ও পেশাদারিত্বের সাথে কাজ করছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :