AB Bank
  • ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশ হবে নিরপেক্ষ, ঘুষ নয়, মানবিক আচরণে আস্থা অর্জন করতে হবে: কেএমপি কমিশনার


পুলিশ হবে নিরপেক্ষ, ঘুষ নয়, মানবিক আচরণে আস্থা অর্জন করতে হবে: কেএমপি কমিশনার

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বলেছেন, "পুলিশ হবে নিরপেক্ষ, কোনো রাজনৈতিক দলের প্রভাবমুক্ত। তাদের দায়িত্ব ন্যায়পরায়ণতার সঙ্গে পালন করতে হবে।"

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে রূপসা ঘাট এলাকায় আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুলিশের ভূমিকা ও নাগরিক দায়িত্ব নিয়ে মতবিনিময় করা হয়।

কমিশনার বলেন, "৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা পুলিশের ভাবমূর্তি পুনর্গঠনের জন্য কাজ করছি। মিলনায়তনে বৈঠক না করে জনগণের কাছে গিয়ে তাদের কথা শুনছি। কারণ জনগণের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।"

তিনি আরও বলেন, "পুলিশের দায়িত্ব পালনে সাহসী ও মানবিক ভূমিকা থাকতে হবে। ঘুষ গ্রহণের মতো অন্যায় থেকে বিরত থেকে সততার সঙ্গে জীবনযাপন করতে হবে। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে নাগরিকদের কাছ থেকে তথ্য পেলে তাদের পরিচয় গোপন রাখা হবে। পুলিশকে জনগণের প্রতি যত্নশীল ও ভদ্র আচরণ করতে হবে।"

কমিশনার জনগণের প্রতি আইন মেনে চলা, তথ্য প্রদান এবং পারস্পরিক সহমর্মিতার আহ্বান জানান। তিনি আরও বলেন, "পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতার সম্পর্ক স্থাপন হলে সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।"

এই সচেতনতামূলক কার্যক্রম সব শ্রেণি-পেশার মানুষের কাছে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে বলে তিনি জানান।


একুশে সংবাদ/আ.য

Link copied!