কোটচাঁদপুরে প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা বই পেলেও মাধ্যমিক ও মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা এখনো নতুন বইয়ের স্বাদ পায়নি। তবে বাকি বইগুলো হাতে পাওয়ার পর দ্রুত বিতরণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর উপজেলায় ৭৪টি প্রাথমিক বিদ্যালয়, ১৫টি কিন্ডারগার্টেন, ২৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৯টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমিক ও মাদ্রাসা পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা ১৪ হাজার ৫৩৫ জন, যাদের জন্য ৮৩ হাজার ৬৩৫টি নতুন বইয়ের প্রয়োজন।
অন্যদিকে, প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ে শিক্ষার্থী সংখ্যা ১৯ হাজার ২৭৪ জন। তবে তাদের প্রয়োজনীয় বইয়ের সঠিক পরিসংখ্যান এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস গত ১ জানুয়ারি থেকে নতুন বই বিতরণ শুরু করেছে। প্রাথমিক পর্যায়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির সব বই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। চতুর্থ শ্রেণির বাংলা, ইংরেজি, গণিত এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, পাশাপাশি পঞ্চম শ্রেণির বাংলা, ইংরেজি ও গণিতের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। তবে প্রাক-প্রাথমিকের কোনো বই এখনো বিতরণ করা হয়নি।
মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিনটি করে বই এবং মাদ্রাসার ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিনটি করে বই বিতরণ করা হয়েছে। কিন্তু অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা এখনো কোনো বই হাতে পায়নি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সাকি সালাম বলেন, "প্রথম থেকে তৃতীয় শ্রেণির সব বই এবং চতুর্থ ও পঞ্চম শ্রেণির কিছু বই আমরা হাতে পেয়েছি, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। তবে প্রাক-প্রাথমিকের একটিও বই হাতে আসেনি।"
তিনি আরও জানান, "যে বইগুলো এখনো আসেনি, সেগুলো পাওয়া মাত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। তবে বাকিগুলো কবে হাতে পাওয়া যাবে, তা সঠিকভাবে বলা সম্ভব নয়। এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি।"
উপজেলার একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন জানিয়েছেন, কোটচাঁদপুরে বর্তমানে কোনো উপজেলা শিক্ষা কর্মকর্তা নেই; দায়িত্ব পালন করছেন জেলা শিক্ষা কর্মকর্তা। নতুন বই প্রসঙ্গে তিনি বলেন, "ইতোমধ্যে মাধ্যমিকের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির তিনটি করে বই এবং মাদ্রাসার সপ্তম শ্রেণির তিনটি বই আমাদের হাতে পৌঁছেছে। আন্তরিকতার কোনো অভাব নেই। বই পাওয়া মাত্রই তা বিদ্যালয়ে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।"
তিনি আরও বলেন, "উপজেলায় মোট ২৫টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৯টি মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ১৪ হাজার ৫৩৫ জন। তাদের জন্য বইয়ের চাহিদা ৮৩ হাজার ৬৩৫টি।"
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :