সমাজে দানবীর সমাজসেবকের লেভেল লাগিয়ে প্রভাবশালীরা দরিদ্র অসহায়দের উপর জুলুম নির্যাতনের ঘটনাগুলো প্রায়সময় চাপা পড়ে গেলেও সম্প্রতি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী গ্রামে মসজিদ মাদ্রাসার অজুহাতে এক দরিদ্র ভূমিহীন কৃষকের বাড়ি ভিটা দখলে ব্যর্থ হয়ে সে অসহায় শ্রমিককে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে উপজেলার রাজাখালী ইউনিয়নের সর্বস্তরের জনগন বিক্ষোভ ও মানববন্ধন করে স্বৈরাচারের দোসর ভূমিদস্যু জামাল উদ্দিন প্রকাশ আমেরিকা প্রবাসী জামালের বিরোদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করে দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছে।
২ জানুয়ারী`২৫ ইং বৃহস্পতিবার বিকাল ৪ টার সময় পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজী মার্কেট বেড়িবাঁধে প্রভাবশালী আমেরিকা প্রবাসী জামাল উদ্দিনের বাড়ির পাশে শত শত এলাকাবাসী এই বিক্ষোভ ও মানববন্ধনে যোগদান করে গগনবিধারী শ্লোগানে শ্লোগানে ভূমিদস্যু জামাল ও তার মাদকাসক্ত সন্ত্রাসী ছেলে শরফুল চৌধুরী সহ তাদের দোসর মোঃ পেঠান সিকদার, পল্লী চিকিৎসক শামীম সহ সকল সন্ত্রাসীদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেছে।
রাজাখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে আগত রাজনৈতিক নেতা কর্মি, বিভিন্ন পেশাজীবি ও সাধারন জনগনের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি ওসমান গনি, রাজাখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বশর, জিয়াউল হক জিয়া, জাহাঙ্গীর আলম এবং রাজাখালী ১নং ওয়ার্ড় শ্রমিকদলের সাধারন সম্পাদক কারামুক্ত ভূমিহীন শ্রমিক জালাল উদ্দিন।
বক্তারা তাদের বক্তব্যে এলাকার প্রভাবশালী কোটিপতি স্বৈরাচারের দোসর ভূমিদস্যু জামাল উদ্দিনের তীব্র সমালোচনা করে ভূমিহীন দরিদ্র অসহায় শ্রমিক জালাল উদ্দিনের বাড়ি ভিটার জায়গা দখলের অপচেস্টা এবং তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর নিন্দা জানিয়েছেন। বক্তারা অবিলম্বে কারামুক্ত জালাল সহ অন্যন্য ভূক্তভোগীদের জায়গা জমি দখল ও মিথ্যা মামলা তুলে না নিলে সামাজিক আন্দোলন গড়ে তোলে আমেরিকা প্রবাসী জামাল ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট করার হুমকি প্রদান করেন।
উল্লেখ্যঃ পতীত স্বৈরাচারের দোসর ভূমিদস্যু খ্যাত আমেরিকা প্রবাসী জামাল উদ্দিন ও তার সন্ত্রাসী ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের ক্যাডার মাদকসেবী শরফুল চৌধুরী হাসিনার ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন আওয়ামী সন্ত্রাসীদের টাকা দিয়ে ভাড়া করে এলাকার নিরিহ দরিদ্র জনগনের জায়গা জবরদখল, মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল বলে অভিযোগ আছে।
রাজাখালী গ্রামের ভুমিহীন কৃষক জালাল উদ্দিন দীর্ঘ ১০/১২ বছর ধরে হাজী মার্কেটের দক্ষিন পাশে বেড়িবাঁধ সংলগ্ন সরকারী খাসজমিতে বসবাস করে আসছিল। অভিযুক্ত ভূমিদস্যু এমেরিকা প্রবাসী জামাল মসজিদ ফান্ডের জন্য মার্কেট নির্মানের কথা বলে জালালের বাড়ি ভিটার ঘিরাবেড়া ভেঙ্গে জোর পুর্বক ড্যাম্পার দিয়ে মাটি ফেলা শুরু করলে কৃষক জালাল
এলাকাবাসিকে নিয়ে বাধা সৃষ্ঠি করে, এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে উঠে। অবস্থা বেগতিক দেখে ভুমিদস্যু এমেরিকা প্রবাসী জামাল তাৎক্ষনিক মাটি ফেলা বন্ধ করলেও প্রশাসনকে মেনেজ করে ভূমিহীন জালালের বিরোদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে প্রায় ৩৬ দিন জেল খেটে জালাল ৩০ ডিসেম্বর জেল থেকে বেরিয়ে আসার পর ভূমিদস্যু জামালের সন্ত্রাসী ছেলে চৌধুরীর নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে পুনরায় জালালের বাড়িতে হামলা করতে আসলে স্থানীয় জনতার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা পালিয়ে যেতে বাধ্য হয়।
এ ঘটনায় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ভূমিদস্যু আমেরিকা প্রবাসী স্বৈরাচারের দোসর জামাল ও তার মাদকাসক্ত সন্ত্রাসী ছেলে চৌধুরীর দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবীতে পেকুয়া উপজেলা ও রাজাখালী বিএনপি`র নেতৃত্বে রাজাখালী ইউনিয়নের ৯ টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক বিক্ষুদ্ধ জনতা ভুমিদস্যু এমেরিকা প্রবাসী জামালের বাড়ির পাশে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :