AB Bank
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে আলোচিত জোড়া শিশু অবশেষে মারা গেল


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৭:২৯ পিএম, ৩ জানুয়ারি, ২০২৫
মাগুরার শ্রীপুরে আলোচিত জোড়া শিশু অবশেষে মারা গেল

এক সপ্তাহের ব্যবধানে মাগুরার শ্রীপুরে জোড়া লাগানো সেই আলোচিত শিশুটি অবশেষে মারা গেল। শিশুটি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লে বৃহস্পতিবার ঢাকা শ্যামলী শিশু হাসপাতালে নেওয়া হয়৷ শুক্রবার সকাল ৯‍‍`টার দিকে ১টি এবং দুপুর ২ টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে আসার পর অপর জোড়া লাগানো  শিশুটিও মারা যায়। 

শিশুটির দুই প্রান্তে ২‍‍`টি মাথা, ৪‍‍`টি হাত, ৩টি পা, ১ টি পেট ও নাভী, ১ পায়ে ৮‍‍`টি আঙ্গুল ও ১টি পুরুষাঙ্গ নিয়ে অস্বাভাবিক জোড়া লাগা শিশুটি গত ২৭ ডিসেম্বর শুক্রবার রাত অনুমান ১টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের চর চৌগাছী গ্রামের হানিফ ও মিতা দম্পতির ঘরে জোড়া শিশু জন্মগ্রহণ করে। লোকজন আদর করে তার নাম রাখেন হাসান এবং হুসাইন।

২৮ ডিসেম্বর শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে শিশুটিকে একনজর দেখার তার বাড়িতে ভীড় জমাতে থাকে।  শিশুটি ৭দিন যাবৎ ওই পরিবারে জীবিত অক্ষত অবস্থায় ছিল। জন্মের পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আব্দুল হাই জানান, শিশুটির মাথা, মুখ, হাত, পা, মাথা, পেট, পুরুষাঙ্গ সঠিক থাকলেও পায়ুপথ খুজে পাওয়া যায়নি। যেকারণে মলমূত্র বের হতে বাধাগ্রস্থ হচ্ছিল। ঠিকমত খাওয়া ও নিয়মমত পায়খানা না হওয়ায় শিশুটি মৃত্যু কারণ হতে পারে। কাল ৯ টার দিকে একটি শিশু ও দুপুরের দিকে অপর শিশু মারা যায়। মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে এলাকার লোকজন শেষ দেখা দেখতে ওই পরিবারে ভীড় জমাতে থাকে।

আজ শুক্রবার মাগরিব নামাজের পর ঘসিয়াল-চরচৌগাছী ঈদগাহ ময়দানে জানাজার নামাজ শেষে ঘসিয়াল-চরচৌগাছী সম্মিলিত কবরস্থানে শিশুটির দাফন করা হয়।

 

 

একুশে সংবাদ/আ.য

Link copied!