আমরা সিরাজগঞ্জবাসীর ব্যানারে সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুকে নেতৃত্বে দেখতে চেয়ে মিছিল করেছে লক্ষাধিক নারী।
শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে শহরের খান সাহেবের মাঠ থেকে বিভিন্ন বয়সী লক্ষাধিক নারী সিরাজগঞ্জ শহরে স্মরনকালের বিশাল মিছিল করেন। মিছলটি শহর প্রদক্ষিন শেষে বাজার ষ্টেশন বিজয় সৌধ শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ফেলানীকে যখন হত্যা করা হয়েছিল ওই সময় পুলিশ আমাকে গ্রেফতার করেছিল। সেই সময় সিরাজগঞ্জের নানা বয়সী হাজার হাজার নারী শহরের ঝাড়ু মিছিল বের করেছিল। তখন বুঝতে পেরেছিলাম সিরাজগঞ্জের মা-বোনেরা আমাকে কতটা ভালবাসে।
আজ ছাত্র-জনতার আন্দোলনে নতুন সৃজিত বাংলাদেশে লক্ষাধিক নারীর অংশগ্রহনে মিছিলটি নতুন করে প্রমান করেছে সিরাজগঞ্জের মা-বোনেরা আমাকে এখনো কতটা ভালবাসে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতির মাধ্যমে সিরাজগঞ্জের মা-বোনের পাশে থেকে সেবা করার অঙ্গীকার করেন।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :