শীতে স্থবির হয়ে পড়েছে মানুষের জীবন গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমে বেড়েছে শীতের তীব্রতা। কুয়াশার সঙ্গে বাতাসে প্রচন্ড ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। গত দুদিন ধরে দেখা মিলছে না সূর্যের।সকাল ৮টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে ।
কনেকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে হতদরিদ্র, স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাইরে বের হচ্ছে না। দিনের বেলা সূর্যের তাপ না থাকায়, শীতল বাতাসে কনকনে ঠান্ডায় কোণঠাসা হয়ে পড়েছে সমগ্র মানুষ।
ঘনকুয়াশার কারণে সড়ক ও নৌপথে বিঘ্নিত হচ্ছে যানবাহন চলাচল। কুয়াশার কারণে নৌ ও সড়ক পথে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, আজ ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টা য় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ছিল ৭ কিলোমিটার। আর চলতি মৌসুমে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে শীতে শিশু এবং বয়স্ক মানুষের বাড়তি যত্নের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের তীব্রতায় বেড়েছে শিশুসহ বিভিন্ন বয়সের রোগীদের স্যংখা।
একুশে সংবাদ/আ.য
আপনার মতামত লিখুন :