৩’শ জন হরিজন সম্প্রদায়ের শীতার্থ মানুষকে শীতবস্ত্র দিয়েছে চাঁপাইনবাবগঞ্জ ক্লাব। শনিবার সকাল ১১টায় ক্লাব চত্ত্বরে ঐতিহ্যবাহী ক্লাবটির উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) এর সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রসশাক আব্দুস সামাদ।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়ির আইনজীবি গোলাম কবির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি প্রমূখ।
চাঁপাইনবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) এর সভাপতি ও জেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রচন্ড শৈত্যপ্রবাহ চলছে। এরকম বিরূপ আবহাওয়ায় হরিজন সম্প্রদায়ের দরিদ্র অসহায় মানুষদের সহযোগীতার জন্য চাঁপাইনবাবগঞ্জ ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই জেলায় সামাজিক সম্প্রীতি ও সহঅবস্থান খুবই আন্তরিকতাপূর্ণ। আমাদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হলো। এরপর আরও শীতবস্ত্র এলাকার শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :